গাইবান্ধায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ০৯:৫৯, ২৬ অক্টোবর, ২০১৯
তারেক আল মুরশিদ গাইবান্ধা প্রতিনিধিঃ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গীমুক্ত দেশ গড়ি -এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে কেককাটা ও বেলুন ওড়ানোর পরে স্বাধীনতা প্রাঙ্গন থেকে র্যালী বের করা হয়।র্যালীতে পুলিশ সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ্রগ্রহন করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ শামস্ উল আলম হিরু,পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ অন্যান্যরা।