ঢাকা (রাত ৯:৩৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের উলিপুরে খাবারের দাবিতে সড়ক অবরোধ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার সন্ধ্যা ০৭:০৭, ২২ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামে খাবারের দাবিতে সড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল ৭াট থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ৩ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে গ্রামের প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেয়। পরে সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকারনাইন কবির পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। অবরোধকারীদের পর্যায়ক্রমে ত্রাণ দেয়ার প্রতিশ্রুতির পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। জানা যায়, বৃহস্পতিবার সকালে দু’তিনশো নারী-পুরুষ উলিপুর-রাজারহাট সড়কে জড়ো হয়ে ত্রাণের দাবিতে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাস্তায় শুয়ে তারা সড়ক অবরোধ করে। এসময় দু’পাশের যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে ছুটে আসেন উলিপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি। অবরোধ করতে আসা সরফদি গ্রামের স্থানীয়রা জানান, পরপর দিন দফায় আমাদের এখানে ত্রাণ বিতরণ করা হলেও আমরা কোন ত্রাণ পাইনি। আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি। চেয়ারম্যান-মেম্বররা আমাদের কোন খোঁজখবর নিচ্ছেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, জনপ্রতিনিধিরা তাদের পছন্দের লোককে ত্রাণ দিচ্ছে। যারা তাদেরকে ভোট দেয় নাই, তাদেরকে দিচ্ছে না। ওই এলাকার ইউপি সদস্য আব্দুর রহিম রাজু মোবাইলে জানান, সরফদি গ্রামের প্রায় ১৮শ’ ভোটারের মধ্যে তিন দফায় একশতজনকে ত্রাণ দেয়া সম্ভব হয়েছে। ওই এলাকার লোকজনের ভোটার আইডি কার্ড নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলকেই ত্রাণ সহায়তা দেয়া হবে। এ ব্যাপারে দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি জানান, এই এলাকায় কেউ অনাহারি মানুষ নেই। সমস্যা থাকতে পারে। সরকারি ঘোষণা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। এ কারণে সবাই ত্রাণ চায়। আমরা পর্যায়ক্রমে সকলকেই ত্রাণ পৌছে দিবো। আজ যারা রাস্তায় নেমেছে তাদের কারো বয়ষ্কভাতা, প্রতিবন্ধী, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ড আছে। তিনি অভিযোগ করেন ওই ওয়ার্ডের সরফদি কানিপাড়ার ঢাকা ফেরৎ কয়েকজন যুবক মানুষকে উষ্কে দিচ্ছে। তিনি আরো জানান, দলদলিয়া ইউনিয়নে ৩৯হাজার মানুষ বসবাস করেন। ৩ দফায় সরকারিভাবে ১০ মে.টন চাল ও ১ মে.টন আলু একহাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, আগামী বরাদ্দে প্রকৃত লোকজনের নাম তালিকায় থাকবে এই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT