ঢাকা (রাত ৩:৫১) শুক্রবার, ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলি-মজুর-শ্রমিকদের ‘পরান’ নামে ডাকার আহ্বান ভিনগোলার্ধের

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার বিকেল ০৪:৫৫, ২ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে কুলি-মজুর-শ্রমিকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভিনগোলার্ধ। বৃহস্পতিবার (১ মে) বিকেলে সংগঠনটির উপজেলা শাখার বাস্তবায়নে গৌরীপুর পৌর শহরের বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয় ‘পরান’ শব্দখচিত টিশার্ট।

সংগঠনসূত্রে জানা গেছে, প্রবাসে থাকলেও তাদের হৃদয় পড়ে থাকে দেশের মাটিতে। তাদের বাবা-মা, ভাই, আত্মীয়রা সবাই কোনো না কোনোভাবে শ্রমজীবী মানুষ। তাই তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এ কর্মসূচি। আর ‘পরান’ শব্দটি স্থানীয় ভাষায় অন্তরের প্রিয়জনকে বোঝাতে ব্যবহার করা হয়। ভিনগোলার্ধের পক্ষ থেকে কুলি-মজুর-শ্রমিক মানুষদের এই নামে ডাক দেওয়ার মধ্য দিয়ে তারা একটি মানবিক বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে—শ্রমজীবীরাও আমাদের পরান, প্রিয়জন।

ভিনগোলার্ধ গৌরীপুর শাখার সমন্বয়ক মোঃ হারুন মিয়া জানান, “মে দিবস মানে কেবল মিছিল-মিটিং নয়, ছুটি নয়, এটি শ্রমজীবীদের সম্মান জানানোর দিন। আমরা চেয়েছি তাদের একটু ভালোবাসা, একটু সম্মান দিতে। এই ‘পরান’ লেখা টিশার্ট শ্রমজীবীদের প্রতি আমাদের মনের ভাষা।”

এ উপলক্ষে গৌরীপুরে রেস্তোরা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক ও দিনমজুরদের মাঝে দুই শতাধিক টিশার্ট বিতরণ করা হয়।

এর আগে ভিনগোলার্ধ গৌরীপুরের সমন্বয়ক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ, সংগঠনের সদস্য তাসাদুল করিম, মাহমুদ হাসান রিয়ান, নুর মোহাম্মদ শাফি, সৌরভ।

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন, শ্রমজীবীদের ‘পরান’ নামে ডাকার উদ্যোগটি স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। প্রবাসীদের এমন উদ্যোগ কেবল একটি দিনে সীমাবদ্ধ না রেখে পুরো বছরজুড়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে রূপ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্রমজীবীদের অনেকেই তাদের অনুভূতি জানিয়ে বলেন, সাধারণত তারা কোনো দিবসে অবহেলিত থাকেন, কিন্তু এই আয়োজন তাদের সম্মানিত করেছে, মনের গভীরে ছুঁয়ে গেছে।

পরে শ্রমজীবীদের উদ্দেশ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT