ঢাকা (রাত ৪:২৮) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ করলো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock শনিবার রাত ০২:১৫, ১৯ জুন, ২০২১

আলোর দিশা বাংলাদেশ(আদিবা) প্রতিষ্ঠার দ্বিতীয় বছর পূর্ণ করলো গতকাল ১৮ই জুন ২০২১। পবিত্র রমজান মাস উপলক্ষে আদিবা রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা-২০২১ এবং এরই মধ্য দিয়ে শেষ করলো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

জানা যায়, আলোর দিশা বাংলাদেশ(আদিবা) ১৯ জুন ২০১৯ প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত ১৫টি জাতীয় প্রতিযোগিতায় প্রায় ৭০০ ফ্রি বই সরবরাহ, ১১ জনকে আর্থিক সহায়তা, বিতর্ক, ছায়া জাতিসংঘ সম্মেলন,পাবলিক স্পিকিং কম্পিটিশন, বুক রিভিউ, ডকুমেন্টারি, আই-কিউ কন্টেস্ট, সেমিনার, কুইজ সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করেছে।

ছয়টি শাখা কমিটির প্রায় ১০০ সদস্য সহ বিভিন্ন মাধ্যমের প্রায় ৪ হাজার সদস্য নিয়ে- ফ্রি বই পড়তে দেয়া, আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে।

যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই আয়োজনটি কার্য বছরের শেষ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উক্ত অনুষ্ঠানে মিরর পাবলিকেশন্স ও মিডিয়া পার্টনার হিসেবে মেঘনা নিউজ স্পন্সর করেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই আদিবা’র কেন্দ্রীয় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে অংশগ্রহণ করবেন ছয়টি শাখা কমিটির সদস্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT