কুমিল্লায় নতুন করোনা আক্রান্ত সংখ্যা ১৩১, মৃত্যুু ৭

নিজস্ব প্রতিনিধি
শনিবার রাত ০৯:৪০, ২০ জুন, ২০২০
এ আর আহমেদ হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার বিকাল পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে জানা যায়, জেলার ১৭ টি উপজেলার মধ্যে নতুন করে মৃত্যুবরণ করেন ৭ জন এবং আক্রান্ত হন ১৩১ জন, নতুন করে করোনা যুদ্ধে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৫০ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জাম জানান, মনোহরগঞ্জ ২, বরুড়া ২, দেবীদ্বার ১, বুড়িচং ১ এবং চৌদ্দগ্রামে ১ জন নতুন করে মারা যান।
তিনি জানান নতুন আক্রান্ত ১৩১ জনের মধ্যে জেলার সিটি করপোরেশন ৩৯, আদর্শ সদর ৫, বড়ুরা ৮, চৌদ্দগ্রাম ১২, মনোহরগঞ্জ ১৯, মুরাদনগর ১, নাঙ্গলকোট ২, সদর দক্ষিণ ৪, লালমাই ৪, বুড়িচং ১, চান্দিনা ৯, হোমনা ৫, দাউদকান্দি ১৮, তিতাসে ৪ জন।
করোনা যুদ্ধে ৫০ জনের মধ্যে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেন জেলার মহানগর ৩৩ জন, চৌদ্দগ্রাম ৬, দেবীদ্বার উপজেলায় ১১ জন।
এই নিয়ে জেলায় মোট করোনা পজেটিভে আক্রান্ত ২৬০২ জন, সুস্থ হন ৭৪৭ জন, মোট মৃত্যুবরণ করেন ৭৮ জন। সর্বমোট নমুনা প্রেরণ করা হয় ১৫৮২৭ জনের, সর্বমোট রিপোর্ট প্রাপ্তি ১৪৫৭০টি।