কুমিল্লায় মুন্সি এম আলী উঁচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি, আহত ২
মেঘনা নিউজ ডেস্ক শনিবার সকাল ১১:৫১, ৯ মার্চ, ২০২৪
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উঁচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে গোলাগুলির খবর পাওয়া গেছে। ওই ঘটনায় দুইজন আহত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গোলাগুলির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। দুজন আহত হয়েছেন। তারা কার সমর্থক তা জানি না। ঘটনাস্থলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও র্যাব গেছে।
এদিকে নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, আহতরা তার সমর্থক। সোয়া ১০টার দিকে কুমিল্লা কলেজিয়েট স্কুলে ভোট দিয়ে তিনি আরও বলেন, ভোট শুরুর আগে আমি অভিযোগ পচ্ছিলাম যে, আমার এজেন্টদের ঢুকতে দেয়নি। আমি তাদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে গিয়ে নিজের ভোট দিতে দেরি হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করার মতো সময় এখনও হয়নি। ভোটাররা কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে পথে আছেন।
বাস প্রতীকের ক্যাডার ও কুমিল্লার চিহ্নিত ক্যাডাররা পাড়ামহল্লায় ভোটারদের বাধা দিচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডে জাভেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার এজেন্টদের উপর হামলা হয়েছে। সেখানে আহত হয়ে আমার একজন এজেন্ট হাসপাতালে ভর্তি আছেন। অশোকতলা, কুচাইপট্টিসহ বিভিন্ন স্থানে আমারদের এজেন্টদের ঢুকতে বাধা দিয়েছে। আমি গিয়ে এজেন্টদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করেছি।
১৯ ও ২২ নম্বর ওয়ার্ডে বাস প্রতীক ছাড়া চিহ্নিত অন্য ভোটারদের কেন্দ্রে ঢুকতে পাড়ামহল্লায় বাধা দিচ্ছে। আমি খবর পেয়েছি, ১৯ নম্বর ওয়ার্ডে এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি হয়েছে। আমার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। চিহ্নিত একজন সন্ত্রাসীর নেতৃত্বে এসব কাজ হচ্ছে।
এসবের পরও ভোটারদের আহ্বান করছি, আপনারা ভোটকেন্দ্রে আসুন। পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মাঠে রয়েছেন।