ঢাকা (রাত ৯:২৭) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কিশোরগঞ্জ সদরে শিক্ষানবিশ আইনজীবীসহ দু’জনের করোনা পজেটিভ



রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া রিপোর্টে নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) জেলায় সংগৃহীত ১৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পাওয়া যায়।

এতে মোট সাতজনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২৮৪ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া সাতজনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, হোসেনপুর উপজেলার ১ জন, পাকুন্দিয়া উপজেলার ৩ জন এবং কটিয়াদী উপজেলার একজন রয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাস পজেটিভ আসা দুইজনের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ।

তাদের মধ্যে করোনা শনাক্ত হওয়া পুরুষ (৩১) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া গ্রামের অধিবাসী। তিনি ঢাকা জজ কোর্টের একজন শিক্ষানবিস আইনজীবী।

অন্যদিকে করোনা শনাক্ত হওয়া নারী (২৩) কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা। গত ১৯ মে পাওয়া রিপোর্টে ওই নারীর ভাই এর করোনাভাইরাস পজেটিভ এসেছিল।

সোমবার (২৫ মে) পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৬ জন। নতুন করে আরো দুইজনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

আক্রান্ত এই ২৮ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে। মৃত ব্যক্তির নাম নিতাই (৬০)। সে কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই গত ১৭ এপ্রিল মারা যায়।

বাকি ২৭ জনের মধ্যে ইতোমধ্যে ১৭ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠেছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT