কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে ১৩০ জন পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ০১:৫২, ১৫ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়ভাবে দিনযাপন করা ১৩০ জন মহিলা শ্রমিক, স’মিল শ্রমিক, প্রমীলা ফুটবলারদের মাঝে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার ( ১৪ জুন ) দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বিভিন্ন পেশাজীবীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান ও কালেক্টরেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। খাদ্য সামগ্রী হিসেবে ১৩০ জনকে প্রত্যেক পরিবারের জন্য ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি করে মাস্ক সহায়তা হিসেবে বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা যুব মহিলা লীগ সভাপতি সালমা হক প্রমুখ।