ঢাকা (রাত ১২:৪৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে করোনায় প্রাণ গেলো মসজিদের মুয়াজ্জিনের

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ০১:৫৭, ২৯ মে, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় সামছুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি টামনী ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদে অবৈতনিক ভিত্তিতে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান করোনা পজেটিভ সামছুদ্দিনের মৃত্যুর নিশ্চিত করে জানান, গত ২৩ মে পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

অন্যদিকে করিমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তসলিমা নুর হোসেন এবং করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম মৃত ওই ব্যক্তির দাফন কার্যক্রম পরিদর্শন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি অনুসরণ করে জোহর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT