ঢাকা (দুপুর ১:০৫) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কারচুপির অভিযোগে গৌরীপুরে তাঁতীলীগের কমিটি ঘোষণার ৩ দিনের মাথায় কার্যক্রম স্থগিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৮:৪২, ১৩ অক্টোবর, ২০২০

কারচুপি ও সংগঠন পরিপন্থী অবৈধ কর্মকান্ডের অভিযোগে ঘোষণার ৩ দিন পরেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলা তাঁতীলীগের নতুন কমিটির সকল ধরণের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ জেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ তাজুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম জলিল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে ইঞ্জিনিয়ার নূরে এলাহী হিরামনকে আহবায়ক ও আফতাফ উদ্দিনকে সদস্য সচিব করে ৮ অক্টোবর গৌরীপুর উপজেলা তাঁতীলীগের ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটিতে প্রকৃত ৫ জন যুগ্ন আহবায়কের নাম সাদা কালি দিয়ে মুছে কারচুপির মাধ্যমে ভূয়া ৫ জনের নাম অর্ন্তভুক্ত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

এ সংগঠন পরিপন্থী ও অবৈধ কর্মকান্ডের জন্য নতুন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নূরে এলাহী হিরামন ও সদস্য সচিব আফতাফ উদ্দিনকে তিন দিনের মধ্যে উপযুক্ত কারন দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যতায় এ কমিটি বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT