করোনায় অসহায় মানুষদের সহায়তা করছেন বিভিন্ন জেলার এমপিরা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:৩৪, ২ এপ্রিল, ২০২০
নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর। সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরেও খাদ্য সঙ্কটে পড়েছে এসব দিনমজুরের পরিবার। নিজস্ব অর্থায়নে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। তার উদ্যোগে উপজেলায় অসচ্ছল শত শত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
কয়েকদিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য দ্রব্য বিতরণ করা হচ্ছে। ২ এপ্রিল ২০২০ উপজেলার কয়েকটি এলাকায় অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।এমপি টিটু বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে আগেও ছিল, এখনও থাকবে। তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আলম চাদ, গনমাধ্যম কর্মী সহ অন্যান্যরা।
অন্যদিকে নওগাঁ- ৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম এমপি রাণীনগরের ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে করোনা অতংকে ঘরে বসে থাকা কর্মহীন অসহায় হতদরিদ্র এবং যাদের ঘরে প্রকৃত খাদ্য সংকট আছে এমন ব্যক্তিদের হটলাইনে ফোন পেয়ে তাৎক্ষনিক ভাবে সাত দিনের খাদ্য সামগ্রী নিয়ে অভূক্তদের বাড়ি বাড়ি যাচ্ছেন এমপি ইসরাফিল আলম। গত চার দিনে তার নিজস্ব তহবিল থেকে রাণীনগরে প্রায় ৩ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে। তার এই ব্যক্তিগত কর্মসূচি যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবেনা ততদিন পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি। তার প্রিয় কিছু নেতৃবৃন্দের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে গরীব ও অসহায়দের তালিকা করে বিভিন্ন যানবাহণের মাধ্যমে তালিকা ভূক্তিদের অজান্তেই খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে তাদের ঘরে। এই মহা সংকটে খাদ্য পেয়ে গরীব মানুষগুলো বেজায় খুশি হচ্ছেন।
এমপি ইসরাফিল আলম জানান, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ভিজিএফ, ভিজিডি, ১০টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভূক্ত থাকবেনা। নির্বাচনের সময় যে ভাবে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি ঠিক সেই ভাবেই আমার নেতৃত্বে খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিবো।
কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ ভোটের অনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে অমানবিক কাজে জড়িত হওয়ার চেষ্টা করছেন। এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে প্রকৃত ভাবে ক্ষুধার্থ মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে জন্য রাণীনগর বাসির সহযোগীতা কামনা করছি। আপনারা করোনা মোকাবেলায় ঘরে বসে থাকুন আতংকিত না হয়ে সচেতন হবেন।