ঢাকা (বিকাল ৩:০৮) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


করিমের আহাজারী : কবি তোফায়েল আহমেদ

বাংলা সাহিত্য ২১৮৯৭ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০১:২৭, ৩০ মে, ২০১৯

ছেলে কাঁদে ঈদের নতুন পোশাকের লাগিয়া
বাবা করিম রিক্সা চালক,
বয়সের ভারে গাড়ি চালাতে পারেনা অনেক
কষ্ট, বুঝেনা বালক।

স্ত্রীর অসুখ চিকিৎসার টাকা নেই, নিজের
হাপানী রোগ, গায়ে পুরান চুলি,
রিক্সায় উঠে কেহ বলে চাচা জোরে চালাও
কখনো দেয় ধমকের গালি।

সংসার বড় কঠিন জিনিস, বড় ছেলে বি এ
পাশ করে, থাকে বউ নিয়ে শহরে,
খবর নেয়না মা বাবার শুনেছি বড় অফিসার
যাকাত দান খয়রাত গরীবদের করে।

অনেক কষ্ট করে বড় ছেলেকে পড়া লেখা
করিয়েছি ঢাকাতে,
বউ পেয়ে অভাবী বাবা মাকে ভুলে গেছে সে
অবাক এই দুনিয়াতে।

ছোট ছেলেটির বয়স ছয় বছর, তেমন কিছু
এখনো সে বুঝেনা,
লেখা -পড়া করে সেও একদিন চলে যাবে
রোদনে থাকবো বুড়া বুড়ি দুজনা।

বৃদ্ধাশ্রম কোথায় সন্ধান করছি, চলে যাবো
দুজনা সেখানে,
ছোট ছেলেটির জন্য মায়া হয়, তাইতো যেতে
পারছিনা ওখানে।

মায়ার সংসার মায়া দিয়ে সন্তান লালন পালন
করে শিক্ষায় বড় করলাম,
আজ সন্তান চিনেনা বাবা -মাকে গরীব বলে
পিতা মাতা কেন যে হলাম!

অভাবের সংসার, বিমারে জ্বালায়,ছোট ছেলে
নতুন পোশাকের ধরে বায়না,
জীবন যুদ্ধে হেরে গেছি আমি এই ভবের চরে
মৃত্যু কেন আসেনা।

বাবা মার পায়ের নীচে সন্তানের বেহেস্ত এগুলো
আধুনিক যুগে নাকি রটনা,
নিজে ভালোভাবে থাকাই বড় কথা বাবা মায়ের
প্রতি কর্তব্য বিরল ঘটনা।

এরুপ কত করিমের আহাজারী মিডিয়া দেখেনা
সমাজপতিরা করেনা বিচার,
সন্তান পিতা মাতাকে লালন পালন ভরণ পোষণ
করবে, হবে তাদের প্রতি উদার।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT