ঢাকা (সকাল ১১:৩২) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা

করিমগঞ্জে মৃত মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাভাতা উত্তোলনের অভিযোগ উপজেলা অফিসারের বিরুদ্ধে

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ০১:২৬, ৩০ জুলাই, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাকুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বক্কর সিদ্দিক এর অসহায় স্ত্রীর প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে মুক্তিযোদ্ধা ভাতার নগদ এক লক্ষ টাকা নিজে স্বাক্ষর করে উত্তোলন করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন গাজী বিরুদ্ধে। জানা যায়, উপজেলার সাকুরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং যাহার বার্তা ভলিয়ম নং- ০১১৭০২০২৪৮, মন্ত্রনালয়ের সনদ নং- ম ৭৭৬৩৬, গেজেট নং- ১৪০৬। মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বিগত ১৯৯৯ সালের ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন এবং রেখে যান এক কন্যা, দুই পুত্র ও স্ত্রী মনোয়ারা বেগমকে। তার মৃত্যুর পর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা হিসেবে বরাদ্দকৃত অর্থ ২০-০৯-২০০৭ ইং তারিখ থেকে পেয়ে আসছিলেন তার বিধবা স্ত্রী মনোয়ারা বেগম। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার এই মুক্তিযোদ্ধা ভাতা এবং অসহায় হয়ে পড়েন তিনি। পরবর্তীতে এই ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে বিধবা মনোয়ারা বেগম সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারলেন অজ্ঞাত এক মহিলা মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর সিদ্দিক কে রহস্যজনকভাবে নিজের স্বামী বলে দাবি করে আবেদন করেছেন। অজ্ঞাত মহিলার করা দরখাস্ত বিষয়ে তদন্ত করতে উপজেলা সমাজসেবা অফিসে গেলে দায়িত্বরত সমাজসেবা সহকারী অফিসার মুস্তাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন গাজী ও বিধবা মনোয়ারা বেগমের সাথে তালবাহানা করতে শুরু করেন। মনোয়ারা বেগমকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে অস্বীকার করে তার স্বামীকে ভুয়া মুক্তিযোদ্ধার আখ্যা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে মোস্তাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন গাজী । যা বিধবা মনোয়ারা বেগমের আইনগত অধিকারকে রীতিমতো ক্ষুন্ন করার অপরাধের শামিল । পরবর্তীতে মনোয়ারা বেগম ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে দেখলেন তার এ্যাকাউন্ট শূন্য। এবিষয়ে ব্যাংক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান নিজে স্বাক্ষর করে এক লাখ টাকা উত্তোলন করেছে। এমতাবস্থায় বিধবা মনোয়ারা বেগম অসহায় পড়েন এবং এবিষয়ে জেলা প্রশাসক বরাবর, জেলা নির্বাহী অফিসার বরাবর ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেন। যাতে সে তার ন্যায্য অধিকার স্বামীর রেখে যাওয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা যেন পুনরায় গ্রহণ করতে পারেন




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT