ঢাকা (রাত ১০:১৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কমলগঞ্জে মেয়ের স্বীকারোক্তিতে মায়ের হত্যাকারী পাষন্ড স্বামী আটক

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার রাত ০৮:৪২, ২৮ জুলাই, ২০২১

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে ৩৬ দিন লাশ পুঁতে রেখেছিল ঘাতক স্বামী।

(২৮ জুলাই) বুধবার সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকারী সেই ঘাতক স্বামীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, যে পারিবারিক কলহের জেরে এই  নিশ্বংস হত্যাকান্ড ঘটতে পারে। গত মাসের ২২শে জুন থেকে  নিখোঁজ হন সুচিত্রা শব্দকর। ৩৬ দিন পর বুধবার সকালে তার মেয়ে সীমা শব্দকর স্বীকারোক্তি দিয়ে বলে, তার বাবার হাতে থাকা কুড়ালের হাতল দিয়ে তার মাকে আঘাত করলে তার মা মৃত্যুর কোলে ঢলে পড়ে।মৃত্যুর পর লাশ বাড়ির উঠানে পুঁতে ফেলে তার পাষন্ড বাবা।

এদিকে ঘটনা প্রকাশ হওয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিহতের স্বামী সুবাস বাউরী নুনু।পরে স্থানীয় এলাকাবাসী তাকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সুবাস বাউরী। নিহত সুচিত্রা শব্দকর একি উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরী ওরফে নুনুর স্ত্রী।তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT