ঢাকা (রাত ১১:৩৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কঠোর বিধি-নিষেধ অমান্য করায় ভোলায় জরিমানা ও কারাদন্ড

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০৯:৫৪, ৪ জুলাই, ২০২১

কঠোর বিধি-নিষেধ উপেক্ষা ও স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভোলায় চতুর্থ দিনে ৬৫ জনের জরিমানা ও চার জনকে তিনদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এ জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়।


এ নিয়ে গত ৪ দিনে ভোলায় ৬৫৯ জনের জরিমানা এবং ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হলো। কঠোর বিধি-নিষেদের চতুর্থ দিনে জেলার ৫ উপজেলায় ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড-জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ভোলা সদরে ৩২ জনকে ৪০ হাজার ৪ শত টাকা এবং ৪ জনকে তিনদিন করে কারাদন্ড দেওয়া হয়।
দৌলতখানে ৫ জনকে ২ হাজার ৩শত টাকা, লালমোহনে ৪ জনকে ৮শত টাকা, তজুমদ্দিনে ৭ জনকে ১৭ শত টাকা ও চরফ্যাশনে ১৩ জনকে ২৩ হাজার টাকা জরিমান করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা মোকাবিলায় জেলার ৭ উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করার কারণে ৫৯টি মামলায় ৬৫ জনের জরিমানা এবং ৪ জনের কারাদন্ড দেওয়া হয়।

এদিকে ভোলা জেলা শহর সহ উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT