ঢাকা (বিকাল ৫:০৮) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধা জেলা পরিষদের ভোট গ্রহন

আসাদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:১৭, ১৭ অক্টোবর, ২০২২

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আজ সকাল ৯ টা হতে দুপুর দুইটা পর্যন্ত জেলার ৭টি উপজেলায় ভোট গ্রহন শান্তিপূর্ণ পরিবেশে  সম্পুর্ন  হয়েছে।

 

এ নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরআগে গত ২৬ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আজ সোমবার ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ভোট গ্রহনকালিন সময়ে কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

 

এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।এই নির্বাচনে জেলা পরিষদের ২ নম্বর সাদুল্যাপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী অধ্যক্ষ এস এম আব্দুর রহমান সাধারণ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত  করেন।

 

চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া ৩ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবু বকর সিদ্দিক (তালগাছ), সাবেক চেযারম্যান মো. আতাউর রহমান (ঘোড়া) ও মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।

 

এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে কল্পনা রাণী (ফুটবল), মোছা তৌহিদা বেগম (দোয়াত কলম), মোছা মাজেদা বেগম (টেবিল ঘড়ি), আরিফা আকতার (মাইক), মোছা রোজীনা নাহিদ ফারজানা (দোয়াত কলম), উম্মে জাহান (টেবিল ঘড়ি), মোছা আফরুজা খাতুন (মাইক) ও মোছা রুনা আরজু মোনোয়ারা বেগম (হরিণ) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। সাধারণ সদস্য পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- মো. আব্দুর রশীদ (হাতি), মো. আলতাফ হোসেন (তালা), মো. এমদাদুল হক (বৈদ্যুতিক পাখা), মো. জামিউল আনছারী (টিউবওয়েল), এস এম আনোয়ারুল কবির (টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম (তালা), মো. সাইফুর রহমান মণ্ডল (অটোরিকশা), জাহাঙ্গীর আলম (তালা), তহিদুল আমিন মণ্ডল সুমন (টিউবওয়েল), মো. মনিরুজ্জামান (হাতি), মো. আবু সুফিয়ান মণ্ডল (তালা), মো. আব্দুল মতিন মোল্লা (বৈদ্যুতিক পাখা), আব্দুল হান্নান আজাদ (টিউবওয়েল), মো. জাহাঙ্গীর আলম (হাতি), এটিএম সাখাওয়াৎ হোসেন রুবেল (বৈদ্যুতিক পাখা), আব্দুল কুদ্দুস আকন্দ (তালা), আশরাফুল ইসলাম (টিউবওয়েল), মো. শাখাওয়াত হোসেন (হাতি), মো. শামসুজ জোহা (অটোরিকশা), আমজাদ হোসেন মিজান (তালা), মো. টুকু মিয়া (টিউবওয়েল), শুকুর আলী ফিরোজ (হাতি)।

 

পলাশবাড়ী ভোট কেন্দ্র পরিদর্শন এসে জেলা প্রশাসক মো.অলিউর রহমান জানান, সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলমান রয়েছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

 

জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম জানান,প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান রয়েছেন। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ এছাড়াও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলরত রয়েছে।

 

পলাশবাড়ী কেন্দ্র পরিদর্শন শেষে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা জয়ের ব্যাপারের শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন৷ তিনি আরো বলেন প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হচ্ছে।

 

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, আজ ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সাত কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। এ ছাড়া নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে পুলিশ, র‍্যাব-এর পাশাপাশি আনসার সদস্য ও বিজিবি মোতায়েন ছিল । প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে যাহা জেলা ও বাংলাদেশ নির্বাচন কমিশন হতে পর্যবেক্ষণ করা হয়েছে ।

 

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও গাইবান্ধা সদরসহ ৭ উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১শ ২৪ জন জনপ্রতিনিধি এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচন পর্যবেক্ষণ করছে জেলার প্রায় ৩ শতাধিক গণমাধ্যমকর্মী৷




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT