নড়াইলে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ইকবাল হাসান রবিবার রাত ১১:৪৮, ৫ জানুয়ারী, ২০২৫
নড়াইলের কালিয়া উপজেলার ৩নং হামিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে গাজিরহাট ব্লক মাঠে হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসরাইল হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতাীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও জাতাীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপি সভাপতি সরদার আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
সভা পরিচালনা করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তোতা।