ঢাকা (সকাল ৬:৩৯) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার রাত ১০:৫১, ২২ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের এক বছর পূতি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এ সময়  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন , নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান লুকন সহ উপজেলার সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারিন মসরুর বলেন, আমি নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করবার পর নাগরপুর উপজেলা ভূমি অফিসের বিশেষ উদ্যোগ- বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের নামজারি সেবা সহজিকরণ সহ বর্তমানে সারা দেশে ই-নামজারি কার্যক্রম চালু আছে। দেশের যে কোন নাগরিক যে কোন প্রান্ত থেকে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গিয়ে ভুল হলে সংশোধনের সুযোগ নেই। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ই-নামজারি আবেদনে ভুল-ভ্রান্তি এড়ানোর জন্য সরাসরি এসিল্যান্ড অফিসে ই-নামজারি আবেদন অনলাইনে আপলোড করার উদ্যোগ নেয়া হয়েছে। ফ্রন্টডেস্কে আবেদন আপলোড করার জন্য ১টি ল্যাপটপ ও ১টি স্ক্যানার এবং ১ জন স্টাফকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের নামজারি আবেদন নিষ্পত্তি করা হবে।

নাগরপুর উপজেলা ভূমি অফিসের গত ১বছরের উল্লেখযোগ্য অন্যান্য কার্যক্রমের মধ্যে ফ্রন্টডেস্ক স্থাপন (সব ধরনের চিঠি পত্র গ্রহণ ও ভূমি সেবা বিষয়ে প্রাথমিক তথ্য প্রদানের জন্য), অফিসের সার্বিক সংস্কার ও সৌন্দর্য বর্ধন, অফিস ও রেকর্ড রুমের নিরাপত্তার জন্য সি সি টিভি ক্যামেরা স্থাপন।এছাড়াও অফিসে আগত সেবা প্রার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন।

উল্লখ্য,গত ২০১৯-২০ অর্থ বছরে ৫০টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছওে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের জন্য প্রায় সাড়ে ৩ একর কৃষি খাস জমি উদ্ধার ও চিহ্নিত করণ করা হয়েছে। মিস কেইস মোকদ্দমার নিষ্পত্তির হার বেড়েছে।

করোনা থেকে নিরাপদে রাখা ও জনস্বার্থে গত ১ বছরে মোবাইল কোর্টে ৩০২টি মামলায় ৩,৯৫,৬০২ টাকা অর্থদণ্ড এবং ৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নাগরপুর উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ৪র্থ শ্রেণির সকল স্টাফকে ভূমি সংষ্কার বোর্ডের অর্থায়নে সকলকে একই রকম পোশাক বানিয়ে দেয়া হয়েছে।

ভূমি সেবা ডিজিটাল করার অংশ হিসেবে বর্তমানে সারা দেশের ন্যায় নাগরপুরেও ভূমি মালিকদের হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর অনলাইন প্লাটফর্মে আপলোড দেয়ার কার্যক্রম চলমান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT