ঢাকা (রাত ১০:৪৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডারের দাফন সম্পন্ন 

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার বিকেল ০৫:৫১, ২৫ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষথেকে গার্ড অব অনার প্রদান করা হয়।পরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে উপজেলার দলদলিয়া কাজীর মসজিদ কবর স্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মো.মাহবুবুর রহমান,উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার,উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩ টা ২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি এক ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT