ঢাকা (সকাল ১০:৪৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ধান ও গম সংগ্রহের উদ্বোধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার সন্ধ্যা ০৭:৩৭, ৯ মে, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সরকারিভাবে চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরোধান ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার(০৯ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে  খাদ্য গুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার প্রমূখ।

উল্লেখ্য, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৭  টাকা কেজি দরে ২ হাজার ৬’শ ৩৪ মে মেট্রিক টন ধান ও ২৮টাকা কেজি দরে ২শত ৭৮টন গম সংগ্রহ করা হবে।গম সংগ্রহ অভিযান চলবে আগামী ৩০ জুন ও ধান সংগ্রহ চলবে ১৬ আগস্ট পর্যন্ত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT