উলিপুরে অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র ভুষ্মিভূত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার ১২:৩৩, ২১ সেপ্টেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে এক ব্যক্তির ১টি দোকান সহ গোয়াল ঘর ভুষ্মিভূত হয়ে গেছে।রবিবার দিবাগত রাত ১২ টার পৌরসভার পশ্চিম শিববাড়ী বৈরাগী পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।দোকান ও বাড়ীর মালিক জাহিদুল ইসলাম (৩০) অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে,রবিবার রাত ১২ টার সময় জাহিদুল ইসলাম বাড়ীতে মুদি দোকান বন্ধ করার পূর্বে হিসাব-নিকাশ করছিলেন সেই সময়ে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।পরে গ্যাস সিলিন্ডারে আগুনের সংযোগ হয়ে মুহুর্তের মধ্যে আগুন বাড়ীর অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অফিসে মোবাইল ফোনে কল দিয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে।ততক্ষণে আগুনের লেলিহান শিখায় দোকানের নগদ ৩ লক্ষ টাকা,৪ লক্ষ টাকার মালামাল ও গোয়াল ঘরে থাকা প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ১টি গরুসহ ১০ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছে।
এ ব্যাপারে দোকান ও বাড়ীর মালিক জাহিদুল ইসলাম জানান,এ অগ্নিকান্ডে তার ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।