ঢাকা (সন্ধ্যা ৬:১৫) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ইবিতে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় বুক রিভিউ প্রতিযোগিতা

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock বৃহস্পতিবার রাত ১১:০২, ১১ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দ্বিতীয় বারের মত আয়োজিত হতে যাচ্ছে জাতীয় বুক রিভিউ ও সিনেমা রিভিউ প্রতিযোগিতা-২০২১।

আলোর দিশা বাংলাদেশ(আদিবা) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত যে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ফ্রিতে রেজিস্ট্রেশন করে যে কেউ জিতে নিতে পারে দশ হাজার(১০০০০) টাকা সমমূল্যের পুরস্কার।

আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় এ প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে গার্ডিয়ান পাবলিকেশন ও মিরর পাবলিকেশন রয়েছে। আজ বুধবার(১১-০৩-২০২১) সংগঠন থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে নেতৃত্বের বিকাশ এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আলোর দিশা বাংলাদেশ(আদিবা) বিভিন্ন শাখা এরকম প্রতিযোগিতাপূর্ণ ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন করে যাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT