ঢাকা (রাত ১২:০৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আলীকদমে সচেতনামূলক আইন – শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার দুপুর ০২:৪২, ২৮ নভেম্বর, ২০১৯

আলীকদম, প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমে সচেতনতামূলক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮ ঘটিকার সময় বাস স্টেশন সংলগ্ন এস এম অটো রাইস মিলের মিটিং হলে আলীকদম টমটম চালক সমবায় সমিতির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিবউদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংরি মং মারমা, চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক মেম্বার শফিউল আলম, আলীকদম থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, টমটম চালক সমবায় সমিতির সভাপতি ফয়েজুর রহমান,সাদারন সম্পাদক আলী হোসাইন সহ শতশত টমটম চালকবৃন্দ। আলোচনা সভার বক্তব্যে টমটম চালক সমবায় সমিতির পক্ষ থেকে একজন প্রতিনিধি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আগত অতিথিরা ভাড়ায় চালিত চালকদের প্রত্যেক সংগঠনের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে তা নিরসনের আশ্বাস দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন, তিনি আরো বলেন গাড়ি চালানোর সময় প্রতিযোগীতামূলক মন মানসিকতা নিয়ে গাড়ি চালানো যাবে না। যত্রতত্র রাস্তার মাঝখানে গাড়ি দাড় করানো সহ রাস্তার মাঝখানে যাত্রী উঠানামা বন্ধ করতে হবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওভারলোডিং ও বিপদজনক ওভারটেকিং করা যাবে না। এসময় তিনি টমটমে ব্যবহৃত ক্ষতিকারক এলইডি লাইট খুলে ফেলার জন্য সব চালকদের নির্দেশ দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT