ঢাকা (সন্ধ্যা ৬:৪২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশীর সীমানাভ্যন্তরে চলছে নির্মাণ কাজ

রায়হান জামান, কিশোরগঞ্জ রায়হান জামান, কিশোরগঞ্জ Clock সোমবার রাত ১১:১৬, ৪ জানুয়ারী, ২০২১

কিশোরগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধী পক্ষের সীমানাভ্যন্তরে নির্মাণকাজের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ পৌরসভার (৩নং ওয়ার্ড) জামিয়া রোড এ মো. মোস্তাক মিয়ার তত্ত্বাবধায়নে  প্রতিবেশীর সীমানাভ্যন্তরে এই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

সীমানাভ্যন্তরে নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়ক মো. বদরুজ্জামান মো. মোস্তাক মিয়াকে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ০৩.০১. ২০২১ তারিখ জারীকৃত মোঃ নং ২/২১/২০২১ ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ আদেশ প্রদান সম্পর্কে অবগত করিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে অনুরোধ করলে বিবাদী পক্ষ মো. মোস্তাক মিয়া ক্ষিপ্ত হয়ে নানান হুমকিধামকি ও লাঠিসোঁটা দিয়ে মারতে উদ্যত হয়।

ভবনটির তত্ত্বাবধায়ক মো. বদরুজ্জামান বলেন, আমাদের ভূমির নকশার ভিতরে নশকা লঙ্ঘন করে সীমানাপ্রচীর এবং তার উপরে থানার অবহেলা ও যোগসাজশে সকাল থেকে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বাঁধা দিলেই নোংরা গালিগালাজ ও মেরে ফেলার হুমকিধামকি দেয়। এই অবস্থায় আমি প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেও কোন সাড়া না পেয়ে মজলুম অবস্থায় রয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT