ঢাকা (সকাল ৮:১৩) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


করোনাভাইরাস : আজ থেকে কুমিল্লা লকডাউন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ০৮:৩০, ১০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে আজ শুক্রবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বেলা তিনটায় কুমিল্লা জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক হয়ে কুমিল্লার ওপর দিয়ে অন্যান্য জেলায় আন্তসংযোগ এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চলবে।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হলো। কোনো পথেই জেলায় কেউ প্রবেশ করতে পারবে না।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT