ঢাকা (রাত ১১:১১) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অনির্দিষ্টকালের জন্য গাইবান্ধা জেলা লকডাউন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৫৫, ১০ এপ্রিল, ২০২০

 তারেক আল মুরশিদ, গাইবান্ধা থেকেঃ করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বিকাল ৫টা থেকে এ লকডাউন কার্যকর হবে। জেলা প্রশাসক মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে দুপুরে এ ঘোষণা দেয়া হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যান্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT