ঢাকা (রাত ১২:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


১৭ বছর পর সাঘাটায় জামায়াতের যুব সমাবেশ

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শনিবার সন্ধ্যা ০৭:৩৯, ১৯ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার যুব বিভাগের আয়োজনে বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্ত¡রে এ সভা অনুষ্ঠিত হয়।

সাঘাটা উপজেলা শাখার সভাপতি, যুব বিভাগ ও সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী এনামুল হক সরকারের সভাপতিত্বে ও আশিকুর রহমান আপেল ও গোলাম রাব্বীর সঞ্চালনায় যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী। সমাবেশে প্রধান আলোচক ছিলেন, গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি বিআরই এল রেনায়েল আলম,সাঘাটা উপজেলা শাখার আমীর ইব্রাহিম হোসাইন, আবদুল গফুর প্রমুখ।

 

শনিবার সকাল থেকেই উপজেলা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী জড়ো হতে থাকে।

যুব সমাজকে ঘিরে দলীয় নেতাকর্মী বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। যুব সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পদের নেতা কর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT