ঢাকা (রাত ১০:৫৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বর্গের জীবন গড়ি : কবিঃ তোফায়েল আহমেদ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০৯:২৩, ২৮ মে, ২০১৯

মানুষ আসে মানুষ যায়,সময়ের স্রোতে
রেখে যায় কিছু মায়া,
কয়দিন পর ভুলে যায় মায়া ভালোবাসা
থাকেনা তার কোন ছায়া।

আসা যাওয়ার এই দুনিয়াটা পরীক্ষার
ক্ষণিকের জগৎ সংসার,
আমার আমার বলে সবাই নারী গাড়ি
বাড়ি সম্পত্তির করে চিৎকার।

স্বার্থ মোহ লোভের কবলে পড়ে মানুষ
নিজেকে বৃথাই হারায়,
আপন হারিয়ে মিথ্যের কু জয়গানে ঘুরে
পাপিষ্ঠের রসে জড়ায়।

পৃথিবীর শুরুতেই যে সৃষ্টি এসেছিল
ভবে,হয়েছে তার বিদায়,
আজ পর্যন্ত কেহ ধরায় বেঁচে থাকতে
পারেনি,সৃষ্টির রহস্য ধাঁধায়।

আগের যুগের মানুষেরা বেশি হায়াত
পেতো,শুনেছি, ভবের চরে,
আধুনিক এই কলির কালে অল্প বয়সে
অসুখের নামে জীবন মরে।

কিসের জীবন! কিসের এই দুনিয়াদারী!
অযথাই পেরেশান হয়রান,
অর্থের বিনিময়হীনা এখানের জীবন
মরুভূমির তৃষিত ময়দান।

আজ আছে কাল নেই, নিশ্বাসের কোন
বিশ্বাস নেই সুন্দর আশার ভুবনে,
কখন যে বেলুনের বাতাস বেড়িয়ে যায়
নাটাই ঘুড়াই অনিশ্চিত জীবনে।

আমি তুমি সে, আরো আছে যে,সবারই
একই অবস্থা,
আল্লাহ নবীর পথে জীবন গড়ি সবাই
আস্থায় খুঁজি মঙ্গলের রাস্তা।

সৎ পথে মানব মঙ্গলে বিনয় কোমলে
এক কর্তারই প্রার্থনা করি,
নেকিতে পূর্ণ করি নিজের আমলনামা
মন্দ তাড়িয়ে স্বর্গের জীবন গড়ি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT