ঢাকা (সকাল ১০:২৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুনাইনদীর গর্ভে বিলীন হচ্ছে বিহাইডহরের রাস্তাঘাট; বিপন্ন ছাত্র-ছাত্রীদের যাতায়াত

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ১১:৩৭, ১ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের বিহাইডহর গ্রামে; সুনাই নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ভাঙ্গছে নদীর পাড়। এতে পাকা রাস্তাসহ গাছপালা ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার থেকে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। অল্প সময়ের মধ্যে বোয়ালী বিহাইডহর নিজ বাহাদুরপুর ইউনিয়নের একমাত্র রাস্তা বিহাইডহর অংশে; গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া বিহাইডর হতে শাহবাজপুর বাজারে যাতায়াতের পাকা সড়কটির ৬০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বিগত কয়েকবার স্থানীয় এলাকাসীসহ ইউনিয়ন ও উপজেলার বরাদ্ধ থেকে নদী ভাঙ্গন রোধে কাজ করানো হয়।

ভাঙ্গন কবলিত ১টি স্থানে বেশ কিছু মাটিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা করছেন। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন; রাস্তা রক্ষায় ও নদীর ভাঙ্গন রোধে কাজ হচ্ছে খুব ধীরগতিতে। ফলে প্রতিনিয়ত ভাঙ্গছে নদীর পাড়। এছাড়া হুমকির মুখে রয়েছে বিহাইডহর প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, দোকান-পাটসহ অসংখ্য বাড়ি-ঘর।

এ ব্যাপারে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার ময়নুল হককে জিজ্ঞেসা করলে তিনি বলেন, নদী ভাঙ্গন ঠেকাতে মাটিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে বাঁধ দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT