ঢাকা (বিকাল ৪:২৩) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

বড়লেখায় অবৈধ ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলা



মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়াইল সীমান্ত এলাকা থেকে ১৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৮ জুন) ভোরে মদগুলো উদ্ধার করা হয়। এসময় মাদক চোরা কারবারীরা পালিয়ে যায়।

 

বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার লাতু বিওপির নায়েক সুহেলের নেতৃত্বে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৬৪/১২-এস এলাকার বড়াইল নামক স্থানে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের ১০০ গজ অভ্যন্তর থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরা কারবারীরা পালিয়ে যায়।

 

 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মুহিব্বুল ইসলাম খান পিপিএম সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT