ঢাকা (রাত ১:৫১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

আসাদ খন্দকার ,সাঘাটা, গাইবান্ধা আসাদ খন্দকার ,সাঘাটা, গাইবান্ধা Clock মঙ্গলবার বিকেল ০৪:৩০, ১ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গাপুর গ্রামের জিয়াউর রহমান (৩৮) নামের এক রাজমিস্ত্রি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল মাছ ধরার জন্য তার নিজ বাড়ির পাশের ডোবায় পানি সেচ দেয়ার জন্য একটি বৈদ্যুতিক মটর স্থাপন করেন। এ সময় তার নিজ বাড়ির বৈদ্যুতিক লাইন হতে সংযোগ দিয়ে মটর চালু করলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, লোকজন লাইন বন্ধ করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফিরোজুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, সকাল আনুমানিক ১১ টার দিকে জিয়াউর রহমান তার ছেলে রিমন (১৪) কে নিয়ে ডোবার পানি সেচে মাছ ধরার উদ্দেশ্যে তার নিজ বাড়ির বৈদ্যুতিক লাইন হতে ৫০ ফিট দুরে ডোবায় মটর স্থাপন করেন। এমতাবস্থায় বৈদ্যুতিক সংযোগ দিতেই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ১০ নং বোনারপাড়া ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম নান্নু জানান, জিয়াউর রহমান ঢাকায় ও নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT