ঢাকা (সন্ধ্যা ৬:১৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় পুকুরে বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীকে হ-ত্যা

নিহত শ্রীধাম (ফাইল ছবি)

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার রাত ১০:৫৭, ২৫ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাট কালপানি (মাঝিপাড়া) গ্রামে মাছ চাষ প্রকল্পের পুকুরে বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে

 

মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র (৩৫) নামের এক ব্যক্তিকে মারপিট করে হত্যা করা হযেছে।

 

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার মাঝিপাড়ায়, শিমুল তাইড় (নয়াপাড়া) গ্রামের জোবেদ আলীর ছেলে মিলন মিয়া পুকুরে মাছ চাষ করতেন। ওই গ্রামের মন্দির থেকে বিদ্যুৎ সংযোগ নেন মিলন মিয়া,। ১৭ মাসের বকেয়া বিল বাকি পড়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।

 

হিন্দু ধর্মাবলীরা পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে। আবারো জোরপূর্বক মিলন মিয়া সংযোগ চাইলে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে

 

বোনার পাড়া বাজারে শ্রীধাম চন্দ্রের মাছের দোকানে মিলন মিয়া মোবাইল ফোনে আরো ৫/৬ জন সহযোগীকে ডেকে এনে শ্রীধাম চন্দ্রকে কিল ঘুষি মেরে গুরুতর আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসার পর সুস্থ না হওয়ায়, সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

২৫ অক্টোবর শুক্রবার সকালে এ হত্যার প্রতিবাদে মাঝিপাড়ার সহস্রাধিক লোকজন বোনার পাড়া হাকিমের মোড়ে জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ করে।

 

পরে গাইবান্ধা সেনা বাহিনী ক্যাম্প থেকে সেনাবাহিনী ও সাঘাটা থানা পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বস্ত করে অবস্থান কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা ।

 

এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা, গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্প সার্জেন্ট আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

 

সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা বলেন, মিলন মিয়া ও এরশাদ সহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT