ঢাকা (দুপুর ২:০২) সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও উপকরণ বিতরন

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বৃহস্পতিবার সকাল ০৯:২৪, ১৪ ডিসেম্বর, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের ব্রাঞ্চ কার্যালয়ে উচ্চ ফলনসীল ধান চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

এসকেএস ফাউন্ডেশনের পিপিইপিপি- ইউ প্রকল্পের আওতায় পদুমশহর প্রকল্প ইউনিটের জীবিকায়ন খাতে ২২ জন অতিদরিদ্র বোরো ধান চাষির মাঝে এই্ উচ্চ ফলনসীল ও বিশেষগুন সম্পন্ন ধান বীজ, রাসায়নিক সার, জৈব সারসহ প্রয়োজনীয় উপকরন ও লোগো পদ্ধতিতে লাইন করে ধানের চারা রোপনের জন্য নগদ অর্থ বিতরন করা হয়।

এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রস্পারিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার লাইভলিহুড ডাঃ সরকার রুহুল কদ্দুস, টেকনিক্যাল অফিসার ও কমিউনিটি মোবিলাইজার নজরুলইসলাম, শাখা ব্যবস্থাপক আশিকুল ইসলাম, এম.আই.এস অফিসার শাহিনুর ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার লাইভলিহুড রেইজিন সুলতানা।

উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সকলকে প্রকল্পের টেকনোলজি মেনে চলার জন্য জরুরী তাগাদা প্রদান করা হয়। যাতে করে অন্যান্য দরিদ্র কৃষকরা এই নিয়মে ধান চাষ করে আরো বেশি লাভবান হতে পারে।

এই প্রকল্পের মাধ্যমে সকল আইডিধারী সদস্যদের ভবিষ্যতেও বহুমূখী প্রাণী, মৎস, কৃষি ভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখা হবে ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT