লোহাগড়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর-মন্দির পরিদর্শনে বিএনপির তদন্ত প্রতিনিধি দল
ইকবাল হাসান,নড়াইল রবিবার রাত ০১:০৮, ২৪ জুলাই, ২০২২
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে, মহানবীকে (সাঃ)কে নিয়ে কটূক্তি নিয়ে সৃষ্ট সহিংসতার ঘটনায়, হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন বিএনপির।
শনিবার (২৩ জুলাই) দুপুরে ওই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন নেতৃবৃন্দ এবং অর্থ সহায়তা দেন।
পরিদর্শনকালে তদন্ত প্রতিনিধি দলের আহবায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ বাবু নিতাই রায় চৌধুরী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, দোকান ও মন্দিরে এ বর্বর হামলা মেনে নেয়া যায়না। সরকার তথা প্রশাসনের ব্যর্থতার কারনে নড়াইলে এ ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে। এটি সরকারের চরম ব্যর্থতার চিত্র। আমরা বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তদন্ত প্রতিনিধি দলের সদস্য বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, আমরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছি। ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা মর্মাহত। সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই। আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে এটা সবাই জানেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি বর্বর এ হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।
তদন্ত প্রতিনিধি দলের সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরী ক্ষতিস্থদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয়ও পাবেন না। বাড়ি ছেড়েও যাবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা সরকারকে বাধ্য করবো আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে। সাহস নিয়ে থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে লড়তে হবে। ভোটের অধিকার কেড়ে নেছে বর্তমান সরকার। আজ ভোট দিতে পারছেন না। অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতায়। রাজপথে প্রতিবাদ ও আন্দোলন করে জনগনের অধিকার আদায় করতে হবে।
আজ আপনারা যেমন অসহায়, ঠিক বেগম খালেদা জিয়াও আজ তেমন অসহায়। নিজ সন্তানকে কাছে দেখতে পারছেন না। বিএনপির উপর ভরসা রাখেন। আমরা জনগণের ভোটের অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা জনগণের বাংলাদেশ করতে চাই। আওয়ামী লীগ নিজেদের মধ্যকার ক্ষমতার দ্বন্দে আপনাদের উপর হামলা চালিয়ে, অগ্নি সংযোগ করে দোষ একজন আরেক জনের উপর চাপাচ্ছে।
সাহাপাড়ার রাধাগোবিন্দ মন্দিরে এসময় উপস্থিত ছিলেন, তদন্ত প্রতিনিধি দলের সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, এ্যাডঃ ফাহিমা নাসরীন মুন্নি, অমলেন্দু অপু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম পলাশ, বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম রবি, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান প্রমুখ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, হামলা-ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।