ঢাকা (দুপুর ২:৫৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় লাশবাহী লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ যুবক নিহত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার রাত ০৯:০৫, ২৫ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়ায় লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ লেগুনার ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর হাসাপাতাল মর্গ থেকে লাশ নিয়ে একটি লেগুনা মহাজন-মঙ্গলপুর যাবার উদ্দেশ্যে রওনা হয়। অপর দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বকতিয়ার কাজীর ছেলে যুবক মামুন কাজী(২৬) ও সাহেব শেখের ছেলে শাকিল(২৭) লোহাগড়া থেকে মোটর সাইকেলে দত্তপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

কিন্তু নড়াইল-লোহাগড়া মহাসড়কের স্বপ্নবিথী পার্কের পাশে পৌঁছালে মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। লেগুনার আঘাতে ঘটনাস্থলে মামুন কাজীর মৃত্যু হয় এবং শাকিল মারাত্বক আহত হন।

আহত শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেগুনাসহ তার ড্রাইভার ফরিদুল ইসলাম ও হেলপার মিঠুন শেখকে আটক করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, এঘটনায় লেগুনার ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT