ঢাকা (বিকাল ৪:৫১) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় বনায়নের রোপিত গাছের ওপর জেলা পরিষদের মালিকানা দাবীর প্রতিবাদে মানববন্ধন

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার রাত ১১:৫৫, ২৩ জানুয়ারী, ২০২২

যশোর-কালনা মহাসড়কের দু’পাশে সামাজিক বনায়নের অংশ হিসেবে রোপিত গাছের ওপর জেলা পরিষদের মালিকানা দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় যশোর-কালনা মহাসড়কের রামপুর নামক এলাকায় সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিন্টু, মো: আনোয়ারুল ইসলাম গামা, এস,এম, শাহীন বিপ্লব, সাদেকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে যশোর-কালনা মহাসড়কের দু’পাশে রোপিত গাছ-গাছালী সমিতির সদস্যরা লালন-পালন করে আসছেন। সম্প্রতি বনবিভাগ সড়ক উন্নয়নের স্বার্থে গাছ গুলো বিক্রির জন্য চিহ্নিত করে। এর পর পরই জেলা পরিষদ পুনরায় গাছের ওপর মালিকানা দাবী করে ‘মার্ক’ করে।

এ ঘটনার প্রতিবাদে সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT