লোহাগড়ায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর অধীন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ইকবাল হাসান,নড়াইল বৃহস্পতিবার দুপুর ০৩:৪৫, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
নড়াইলের লোহাগড়ায় ”কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রাণী মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরুনা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা, পৌর কাউন্সিলর খালেদা জামান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল প্রমুখ।
ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পের অধীন ভাতাভোগীদের হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ ক্যাম্পে পৌর এলাকার ১২০ জন ভাতাভোগী ল্যাকটেটিং মাদার অংশ নেন।