ঢাকা (দুপুর ২:২৩) মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত

ইকবাল হাসান ইকবাল হাসান Clock সোমবার রাত ০৮:৩৫, ১৬ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা।

 

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, ১২ ইউনিয়নের বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী, লোহাগড়া প্রেসক্লাব, বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এসে শেষ হয়।

 

পরে সকাল ১০ টার দিকে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিকী বেগম খালেদা জিয়া আল নূর তাহার সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল পৌর সভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলি, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

 

এর পর একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, অবসর প্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 

বিজয় দিবস উপলক্ষে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় জিয়া মঞ্চ চত্বরে দুদিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে মেলায় ২৫ টি স্টল স্থান পেয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে উপজেলা প্রশাসন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT