লেটস’বি এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন খালেদ মোশাররফ মিঠু

হোসাইন মোহাম্মদ দিদার
রবিবার বিকেল ০৪:০২, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিস্ট সোসাইটি (২০২৫-২০২৮) কার্যকরী কমিটির নির্বাচনে ৩ বছরের জন্য সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার খালেদ মোশাররফ মিঠু।
জানা যায়, শুক্রবার সকাল রাজধানী ঢাকায় সকাল থেকে শুরু এই সংগঠনের ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫ টায়। পরে নির্বাচনের নিয়মনীতি অনুসরণ করে সংগঠনের নির্বাচন কমিশনারের নির্দেশে ভোট গননা শুরু হয়।
এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করে ২৮৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার খালেদ মোশাররফ মিঠু।
এদিকে দেশের শীর্ষ স্থানীয় একটি সংগঠনের দায়িত্ব পাওয়ায় তার বন্ধুমহল, শুভার্থী ও সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হন নবনির্বাচিত এই সাংগঠনিক সম্পাদক। নেটিজনরাও ফেসবুকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
এছাড়াও এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বাপ্পি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মাজেদুল হক মাজেদ।
নির্বাচিত হওয়ার পর শনিবার বিকালে তিনি পৌরসভার নিজ বাড়িতে আসলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি -৯৬ বন্ধুমহল ইঞ্জিনিয়ার খালেদ মোশাররফ মিঠুকে শুভেচ্ছা জানান। তার বন্ধু মহলের মাঝে এক উৎসবের আমেজ দেখা গেছে।
এসময় তার বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন— নাহিদুজ্জামান খান সুমন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য জহিরুল ইসলাম রিপন,মো.হেলাল উদ্দিন , সালাউদ্দিন আহমেদ, সেলিম খান, মিঠু, খাজা হোসেন, জসিম উদ্দিন, ফ্রান্স প্রবাসী মিঠু, শ্যামল চক্রবর্তী, মিনার মাহমুদ, নুরুজ্জামান, খাজা হোসেন, উত্তমসহ আরও অনেকে।
উল্লেখ্য, খালেদ মোশাররফ মিঠু ১৯৯৬ সালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এসএসসি পাশ করেছিলেন।