ঢাকা (সকাল ৮:৪৯) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রবীন্দ্র সাহিত্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

তহিদুল ইসলাম রাসেল তহিদুল ইসলাম রাসেল Clock বৃহস্পতিবার রাত ১১:২২, ২৬ মে, ২০২২

জাতীয় কবিতা মঞ্চ, কো-অপারেটিভ বুক সোসাইটি ভবন, ১২৫, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ অডিটোরিয়ামে, অনুষ্ঠিত হলো রবীন্দ্র সাহিত্য পরিষদ-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২২।

রবীন্দ্র সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি ডাঃ জাকির হোসেন বিপ্লব এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, কবি ও সংগঠক মোঃ টিপু রহমান ও প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী।

প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি, লেখক, গবেষক ও সঙ্গীতজ্ঞ প্রাকৃতজ শামীম রুমি টিটন।

আলোচক হিসেবে ছিলেন, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি ও কথা সাহিত্যিক সুব্রত কুমার মোহন্ত, কবি ও মানবাধিকার গবেষক আলহাজ্ব ড. শরীফ সাকী, কবি ও আবৃত্তি শিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক শ ম দেলোয়ার জাহান।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন, কবি ও বাচিক শিল্পী মাহমুদা বেগম শিমু।

বিশেষ অতিথি ছিলেন, কবি ও কথা সাহিত্যিক জেবুন্নেসা সুইটি, কবি ও কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা দিলু রোকিবা, কবি ও ঔপন্যাসিক সাবিনা সিদ্দিকী শিবা, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য্য, কবি ও বাচিক শিল্পী ফেরদৌসী আক্তার নদী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কবি ও কথা সাহিত্যিক ইহতিশামুল হক জাওয়াদ, পবিত্র গীতা পাঠ করেন কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য্য।

অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কবি ও বাচিক শিল্পী মাহমুদা বেগম শিমু, কবি ও সাহিত্যিক সুমাইয়া আক্তার তৃষ্ণা এবং কবি শিল্পী জান্নাত।

উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণিজনেরা বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন ও বরণ করে নেন কবি আরিফুজ্জামান জুলহাস।

পরিশেষে রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ টিটুল হোসেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT