ঢাকা (সন্ধ্যা ৬:৪৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই আর নেই

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার বেলা ১২:৩৯, ১৭ জুলাই, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই। শুক্রবার (১৭ জুলাই) রাত ১.১৫টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতির এডিসি আরিফুর রহমান জানান, ‘‘গত ৫ জুলাই রাষ্ট্রপতির ছোট ভাই আ. হাই করোনায় আক্রান্ত হলে তাঁকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়। তাঁকে প্লাজমা থেরাপিসহ নিবিড় চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার গভীর রাতে তিনি মারা যায়।” বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল হাই’র মৃত্যুতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT