ঢাকা (সকাল ৮:৩৬) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock সোমবার রাত ০২:৪৩, ২৯ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে; আহত বাবুল হোসেন (৪২) মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত বাবুল দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ শাহবাজপুর ইউপির ছোটলেখা চা বাগানের টিলাবাবু মাসুদ আহমদ বাবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেল করে বড়লেখা সদরে রওনা হন। দ্রুত গতিতে চলা তাদের মোটরসাইকেলটি বড়লেখা সরকারি কলেজের সামনে পৌঁছামাত্র, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থেকে পড়ে চারজন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে বাবুল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।

দক্ষিণ শাহবাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আব্দুল মান্নান রোববার বিকেলে মুঠোফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে ছোটলেখা চা বাগানের টিলাবাবু মাসুদ আহমদ বাবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলযোগে বড়লেখা সদরে যাচ্ছিলেন। বড়লেখা সরকারি কলেজের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে আরোহীরা আহত হন। এর মধ্যে বাবুল গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।

বাবুলের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT