ঢাকা (রাত ৯:০৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিয়ানীবাজার বাইক দূর্ঘটনায় নিহত মস্তুর দাফন সম্পূর্ণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার বেলা ১২:০৮, ২৮ মার্চ, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম টু গজুকাটা সুতারকান্দি, শেওলা সেতু রোডের(নওয়াগ্রাম গৌবিন্দপুর অংশে) ২৬/০৩/২০২০ইংরেজি বিকাল ৩ঘটিকার সময় পালসার হোন্ডা ড্রাইভকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লাগানো গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয় দু জন আরোহী , আহতরা পিররচক গ্রামের তুফায়েল আহমদ (২২)পিতাঃনজরুল ইসলাম,বাইকের পিছনে বসা আরোহী নওয়াগ্রামের বাসিন্দা মস্তুমিয়া(২৩) পিতাঃমৃত,তমিজ আলী,পরে আহতদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন,আহত মস্তুমিয়ার অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে সিলেট এম এ,জি, ওসমানী হাসপাতালে নিয়ে স্থানান্তর করা হয়,ভর্তির কিছুক্ষন পরে রাত ১০ঘটিকার সময় রোগী মস্তুমিয়া (২৩) মৃত্যুবরণ করে, প্রশাসনিক কার্যক্রম শেষ করে,আজ২৭/০৩/২০২০ইংরেজি সন্ধ্যা ৭ঘটিকার সময় নওয়াগ্রাম দক্ষিণ পাঞ্জেগানা সমজিদ সংলগ্ন মাঠে জানাযা শেষ করে, গ্রামের সমষ্টিগত গোরুস্থানে দাফন করা হয়। উল্লেখ্য তুফায়েল আহমদের হাত ও পাঁচটি দাঁত ভেঙ্গে যায়, মস্তুু মিয়ার মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় মুখ হাত পা ভেঙ্গেযায়।নিহত ব্যাক্তি মস্তুমিয়ার মৃত্যুতে শোকের মাতন চলছে তার পরিবারে,এলাকার বিশিষ্ট মুরব্বি ও মুড়িয়া ইউঃপিঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান দর্জি বলেন এই রাস্তা কিছু অংশের কাজ অসম্পূর্ণ থাকায়, বাকী ৩কিঃমিঃ পিছ সম্পূর্ণ হওয়ায় রাস্তায় গণপরিবহন না চলায়,তাই প্রতিদিন সীমান্ত দেখতে এসে বাইক রাইডার’রা বেপরোয়া বাইক চালায় যাহা ঝুঁকিপূর্ণ,সারপার বাজার বনিক সমিতির সভাপতি মোঃজয়নাল আবেদীন,বলেন সারপার বাজার হতে গৌবিন্দপুর রাস্তা প্রশস্ত তাই বেপরোয়া ভাবে বাইক ও অবৈধ ট্রাক্টর চালক বেপরোয়া ভাবে গাড়ি চালায় যাহা আরো বেশী দূর্ঘটনার আশংকা রয়েছে,তাই সকলে সর্তকতার সহিত যানবাহন চালানো দরকার বলেন যেহেতু গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা চলমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT