ঢাকা (বিকাল ৪:০১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরলোক গমন করেন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:১৪, ১১ জুলাই, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের শতবছরের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধবিহারের ৯ম বিহার অধ্যক্ষ উ ঞানাসিগি (জ্ঞানপ্রিয়) মহাথের পরলোক গমন করেছে। বিহারাধক্ষ্যের মৃত্যুতে বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত ১২টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃতকালে ওনার বয়স হয়েছিল ৬৭বছর। বিহার কমিটি সূত্রে জানা গেছে, সাবেক বিহার অধ্যক্ষ উ প ঞঞ্চা জোত মহাথের (উছহ্লা ভান্তে) মৃত্যুবরণ করার পর গত ২৮মে রাজগুরু বিহারের ৯ম অধ্যক্ষ হিসেবে স্থলাভিষিক্ত হন জ্ঞান প্রিয় মহাথের। গত ৫ জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ডায়াবেটি সহ নানা রোগে ভুগছিলেন। রাজগুরু বিহার পরিচালনা কমিটির সদস্য সচিব আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা জানান, তিনি মারাত্মক অসুস্থ (স্ট্রোক) হওয়ার পর বৌদ্ধ ভিক্ষুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। শনিবার দুপুরে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ বান্দরবানে নিয়ে আসা হবে বলে কেএসমং সাংবাদিকদের জানিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT