ঢাকা (রাত ২:০৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ফুলবাড়ীতে পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ

এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) Clock মঙ্গলবার দুপুর ০২:৪৭, ২৪ নভেম্বর, ২০২০

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই পৌরসভার প্রত্যেকটি পাড়া-মহল্লায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীরা ভোটযুদ্ধে কে কত বেশী এগিয়ে তা যেন পাড়া মহল্লার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রার্থীরা অনেক আগে থেকেই বিভিন্নভাবেই পৌর এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। কিন্তু করোনা মহামারির কারণে অল্প কদিন আগেও পৌরবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যায়নি।

তবে তফশিল ঘোষনার সাথে সাথেই চায়ের দোকানসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভোটের হিসেব নিকেশ শুরু হয়েছে। আগে থেকেই মাঠ চসে বেড়ানো সম্ভাব্য প্রার্থীরা এখন আরও বেশী সরব হয়ে উঠছে। প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটারদের আকৃষ্ট করতে আগাম কর্মী সমাবেশসহ কুশল বিনিময় করেছেন। তবে গত ২২ নভেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচনে ২৫টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নাম তালিকায় আসায় আরও বেশী সরব হয়েছেন প্রার্থী ও প্রার্থীদের কর্মী-সমর্থকরা।

তফসিল ঘোষণার হওয়ায় ভোটের হাওয়া পাল্টে প্রার্থীরা এখন রাত-দিন তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠ গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এবাবের পৌরসভা নির্বাচনে ৪জন প্রার্থীর মধ্যে অনেক আগে মাঠে নেমে সবচেয়ে বেশি গণসংযোগসহ পথসভা করেছেনে বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক। তবে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিবর্তনের সুর জাগিয়ে পৌরবাসীদের মনে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক মেয়র নুরুল হুদা চেয়ারম্যানের ছোট ছেলে নতুন মুখ সমাজ সেবক মাহামুদ আলম লিটন। এদিকে নির্বাচনে বড় দুই দলের মধ্যে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ক্ষমতাসীন আওয়ামীলীগের অনেক প্রার্থীর নাম শোনা গেলেও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নৌকার চুড়ান্ত মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি’র ছোট ভাই খাজা মঈন উদ্দীন চিশতী। এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থীর নাম চুড়ান্ত না হলেও দলীয় প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু নতুন মুখ পাড়ায়-মহল্লায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিরোধীদল জাতীয় পার্টি ও জামায়াতের মেয়র প্রার্থীদের কোন প্রকার তৎপরতা দেখা মেলেনি মাঠে। পৌরবাসীরা বলছেন,বিগত দিনে ময়লা-আর্বজনার কারণে পৌরবাসীদের যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এবারের ভোটে ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে পৌরবাসী। নামে নয়,কাজেও প্রমাণ করতে হবে এটি প্রথম শ্রেণীর পৌরসভা।

অনেকেই বলছেন,পৌর এলাকায় নতুন নতুন ভবন তৈরী হয়েছে,কিন্তু কোন নতুন রাস্তা তৈরী হয়নি,নেই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা। তাই এবারের নির্বাচনে মেয়র-কাউন্সিলরদের কাছে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব-নিকেশ করেই ভোটাররা ভোট দিবেন এমনটিই জানান বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর,মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩ডিসেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ডিসেম্বর এবং ভোটগ্রহনের তারিখ ২৮ডিসেম্বর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT