ঢাকা (দুপুর ১২:৫৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুকুরে মিলল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাশ

ছবিঃ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি, মেঘনা নিউজ।
ছবিঃ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি, মেঘনা নিউজ।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার বিকেল ০৫:১৮, ২১ সেপ্টেম্বর, ২০১৯

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ  বান্দরবানের আলীকদম উপজেলার একটি পুকুর থেকে স্কুল দ্প্তরি মং মং মার্মা( ৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন বলে জানিয়েছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক, সে আলীকদম ০১ সদর ইউনিয়নের অংবাই পাড়ার বাসিন্দরা উশেহ্লা মার্মার ছেলে মং মং মার্মা।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ছবিঃ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি, মেঘনা নিউজ।

ছবিঃ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি, মেঘনা নিউজ।

 

স্হানীয় ব্যাক্তিরা জানান, শনিবার সকাল ৭ টার সময় পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্হানীয়রা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে বাড়ি থেকে বের হয়। পরে মং মং মার্মা আর বাড়ি ফিরে আসেনি। অতিরিক্ত মদ্যপানের কারণে অসাবধানতায় পুকুরে পানিতে পরে ডুবে গিয়ে মং মং মার্মার মৃত্যু হতে পারে বলে স্হানীয়দের ধারণা।

আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা জানান, মং মং মার্মা বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যালয় চলাকালীন সময়ে ও মদ্যপান করতেন এবং প্রায় সময় কর্মস্থলে অনিয়মিত থাকতেন বলে জানান তিনি। তাকে অনেক বার বুঝানোর পরও মদ্যপান ছাড়তে পারেনি মং মং মার্মা।

আলীকদম সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী রকিব উদ্দীন জানান, মং মং মার্মার লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে সুরহতাল শেষ হলে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আলীকদম থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মামলা নং -৬, তারিখ ২১/৯/২০১৯।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT