ঢাকা (রাত ২:১৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার রাত ০৮:৩৫, ১৫ আগস্ট, ২০২১

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় রবিবার জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

সূত্র জানায়, লোহাগড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্যে রবিবার সকাল থেকেই নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি।

বিভিন্ন কর্মসূচীতে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী, লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন, পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ,এম আব্দুল্লা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোজাম খান, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইফুল ইসলাম সরু, শেখ মাসুদ পারভেজ, শেখ বুলবুল ইসলাম বুলু, সাহিদুল ইসলাম সাবু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং লক্ষীপাশা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT