ঢাকা (দুপুর ২:৫৪) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ মিললো নদীতে

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার রাত ০৮:২৮, ২৮ জুন, ২০২৪

গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থানের ওই নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 

স্বজনরা জানায়, বুধবার (২৬ জুন) রাতে ফুলছড়ির উপজেলার কালিরক্যাশ নামক চর গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা‌ মিয়া। পরে অনেক খোঁজখুঁজির একপর্যায় শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

 

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT