ঢাকা (রাত ১:০০) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগরপুরে উপ-নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩৮, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

শাকিল হোসেন শওকত, নাগরপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে তিনটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত। গতকাল ১৭ই সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুরের শান্তিপূর্ণ এ ভোট যুদ্ধে অংশ গ্রহন করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য মোট ৯ জন প্রার্থী, গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সাধারন সদস্য (মেম্বার) পদের জন্য ২ জন প্রার্থী, এবং মোকনা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) পদের ২ জন প্রার্থী।
তবে এদের মধ্যে ৪নং সদর ইউপি চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিক নিয়ে একেএম কামরুজ্জামান মনি তিনি ৩৪৭৭ ভোট পেয়েছেন।
৮৩১ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হলেন একেএম কামরুজ্জামান মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিজ উদ্দিন ২৬৪৬ ভোট পেয়েছেন।
গয়হাটা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত সাধারন সদস্য (মেম্বার) পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ১৭০০ ভোট পেয়ে জিরাফ মার্কা নিয়ে মোসাম্মৎ সাফিয়া ইউসুফ হনুফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনমুন পেয়েছেন ১২২৭ সূর্য্যমূখী ফুল মার্কা নিয়ে।
মোকনা ইউনিয়ন পরিষদের ৬নং সাধারণ সদস্য (মেম্বার) পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ছামছুল আলম তালা ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাজেদুল ইসলাম মোরগ প্রতিক নিয়ে পেয়েছেন ৩৫৫ ভোট।

নাগরপুরের তিন ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটানিং অফিসার মো. আব্দুল বাতেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT