ঢাকা (রাত ১২:৫০) বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন Meghna News সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Meghna News বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত: মির্জা ফখরুল Meghna News মালয়েশিয়ায় রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গাইবেন কাজল আরিফ Meghna News হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই, ভারতকে স্মরণ করালেন মুশফিক Meghna News সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে Meghna News গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান Meghna News বাংলাদেশে প্রবেশ চেষ্টায় ভারতীয়রা : সতর্ক অবস্থানে সিলেট প্রশাসন Meghna News সিলেট চা শ্রমিকদের কর্ম বিরতি : বাগান গুলোতে দৈন্যদশা Meghna News লোহাগড়ায় কৃষক দলের কমিটি গঠিত

Join Bangladesh Navy


দু- মুঠো ইফতারী : কবিঃ তোফায়েল আহমেদ।

বাংলা সাহিত্য ২১০৩৪ বার পঠিত
No Image

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ০১:৪০, ১২ মে, ২০১৯

দিবার অবসানে মাহে রমজানে বাহারী খাবারে
ইফতারির বর্তন সাজে,
দূর থেকে তাকিয়ে থাকে কত অভুক্ত দরিদ্র জন
চোখের জলে রোজে।

ভালো খাবারের প্রতি ওদের ও স্বাদ জাগে, কিন্তু
ইফতারী কিনার সাধ্য নেই যাদের,
অভুক্ত আত্মারা পিয়াসে পিপাসা ছড়ায় বাড়ায়
ক্ষুধা,কাছে ডেকে একসাথে খাওয়াও তাদের।

দ্বারে- দ্বারে গরীব মানুষগুলো ঘুরে দু -এক মুঠো
ইফতারি পাবার আশায়,দয়া হয় যদি কাহার,
কিছু খাবে, কিছু পলিথিন মুড়িয়ে নিয়ে যাবে
বাসায় অভুক্ত পরিবারের করাতে আহার।

ওরাও আমাদের তোমাদের মত সমাজেরই মানুষ
ওরাই হলো শ্রেষ্ঠ মানুষ, অথচ গরীব পথচারী,
আজ রাজা তুমি, কাল ফকির হবেনা তারতো কোন
বিশ্বাস নেই, ওরে ধনীর দুলারী হইওনা অহংকারী।

চারিদিকে তাকিয়ে দেখো মনুষত্ব্যের সু ফটক খুলে
দেখবে সব দলে দলে অমানুষ,
দূর! বহুদূরে দেখা যাবে দু -একটি মানুষ,ওরাই ভবে গরীব,ভিক্ষুক,অথচ নেকী উৎকৃষ্ট মানুষ।

যেখানেই দেখিবে অভাবী লোক ইফতারীর খোঁজে
পুটুলী হস্তে দৌড়াদৌড়ি করছে,
বিনয়ের সহিত হাতে তুলে দাও তোমার প্রিয় খাবার,
সাহায্য করো অর্থ, ভাববে মঙ্গল তোমাকে ধরছে।

সমাজে কেহ ইফতারী গরীবকে দেয় ছওয়াবের,
আশায়, কেহ আবার দেয় করুণায় কেহ দেয় ধমক,
মঙ্গলে মঙ্গল আসে, অমঙ্গলে অমঙ্গল, গরীব দেখে
নব পোশাক খাদ্য,টাকা, ফেতরা দেওয়া আবশ্যক।

হে মানব কিসের এত বড়াই করো নিঃশ্বাসের নেই বিশ্বাস তোমার দেহ অবসানে পঁচে যাবে,
সমান কাপড় ও বিছানায় গরীব ও ধনী মাটির নীচে
কর্মের সঠিক হিসাবের রুপান্তর পাবে।

আজ মরলে কাল দুই দিন তারপর মনে না রাখার অচেনা দিন, সৃষ্টি থেকে জন্মে কিভাবে আসিলা,
রমজান এসেছে পাপ মুক্ত জীবন উপহার দিতে
দু এক মুঠো ইফতারী হতে পারে নাজাতের উছিলা।

নেক নজরে তাকিয়ে দেখো গরীব লোকদের চোখে
তারা অল্পতেই কত হাসি খুশি,
ডেকে ডেকে তাদের ইফতারী খাওয়াও,বাসায় পৌছে দাও গোপনে যত পারো বেশি।

 

বিঃদ্রঃ লেখক কর্তৃক লেখক সত্ব সংরক্ষিত

তারিখ- ১২/০৫/২০১৯ইং




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT